ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
বাংলাদেশ ক্রিকেট দলকে আর অবহেলার কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে এমটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি। শনিবার বিকেলে গণভবনে জাতীয় দলকে সংবর্ধনা দিয়ে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বকাপে ভালো খেলায় এবং পাকিস্তানকে হোয়াইটহোয়াশ করায় ক্রিকেটার, কোচ, স্টাফ ও বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আট কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমি আগেই বলেছিলাম বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতেবে। টাইগাররা তার প্রমাণ দিয়েছে। বাংলাদেশ সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হোয়াটওয়াশ করেছে।
ক্রিকেটারদের উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অধ্যবসায়, অনুশীলন আর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না, আবার ভয়ও পাওয়া যাবে না। নিজেদের মতো খেলতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ক্রিকেটারদেরও প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের প্রতিবন্ধী ক্রিকেটাররাও অনেক ভালো খেলছে। তারাও এগিয়ে যাচ্ছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল