একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

aknek_meetingদ্বিতীয় সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্পসহ ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।

মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি’র সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দেন।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ১০টি প্রকল্পের মোট ব্যয় ২ হাজার ৩শ ৬৫ কোটি ৩৪ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে জিওবি ১ হাজার ৫শ ৩১ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৬শ ৮১ কোটি ৩৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১শ ৫২ কোটি ৬৪ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুমোদিত প্রকল্প গুলোর মধ্যে সব থেকে বেশি ব্যয় ধরা হয়েছে দ্বিতীয় সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্পে। এর মোট ব্যয় ৬শ ৬০ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে জিওবি ১৬৬ কোটি, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪২ কোটি ৬৪ লাখ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়ন করবে ৩শ ৫২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে থ্রিজি মোবাইল সার্ভিসে চালু হওয়া ব্যান্ডউইথ চাহিদা পূরণে আরও সক্ষম হবে।

 

প্রতিক্ষণ/এডি/নুর/সালাউদ্দিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G