একাত্তরের বন্ধু জেনারেল কৃষ্ণার জীবনাবসান

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৬ সময়ঃ ১১:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

tutuuএকাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কেভি কৃষ্ণা রাও মারা গেছেন।

শনিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৪২ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত জেনারেল কৃষ্ণা নাগাল্যান্ড ও মণিপুরে সন্ত্রাস দমণে ১৯৭০ থেকে ৭২ সাল পর্যন্ত একটি মাউন্টেইন ডিভিশনের নেতৃত্বে ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার নেতৃত্বাধীন মাউন্টেন ডিভিশন বৃহত্তর সিলেট ও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা শত্রুমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

rddyবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ভারতীয় সেনাবাহিনী থেকে পদক পান তিনি। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষরের আলোকচিত্রে জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজীর পিছনে জেনারেল কেভি কৃষ্ণা রাওকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভারতের মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এবং জম্মু ও কাশ্মীর  রাজ্যের গভর্নরের দায়িত্বও পালন করেন জেনারেল কৃষ্ণা। সংঘাতপূর্ণ রাজ্যগুলোতে শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরীকর, সেনাপ্রধান দলবীর সিং তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G