একাধিক মসজিদে হামলা

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

USAপ্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের একাধিক মসজিদে ভাঙচুর চালানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর সিরিয়া শরণার্থীদের তাদের রাজ্যে আশ্রয় দেবেন না বলে জানানোর পর হামলা হতে থাকে যুক্তরাষ্ট্রের একাধিক মসজিদে।

সোমবার দ্য কাউন্সিল অন অ্যামেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর) জানায়, ফ্লোরিডা, টেক্সাস, কেনটুকি, ভার্জিনিয়া, নেব্রাস্কা, টেনেসি, ম্যাসাচুসেটস, ওহিও এবং নিউইয়র্কের বিভিন্ন মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘৃণা ও হুমকির শিকার হয়েছে এসব অঞ্চলের মুসলিম ধর্মীয় স্থাপনাগুলো।

যুক্তরাষ্ট্রের ২৭ অঙ্গরাজ্যের গভর্নর সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেবেন না বলে জানিয়েছেন। এসব রাজ্যের মধ্যে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেট পার্টির গভর্নর আছেন। প্যারিসে হামলার পর পরই এ সিদ্ধান্ত নেন গভর্নররা।

নেব্রাস্কার ওমাহা ইসলামিক সেন্টারের ভবনের দেয়ালে ঘৃণা প্রকাশকারীরা ফ্রান্সের আইফেল টাওয়ারের ছবি প্রিন্ট করে দেয়। মুসলিমদের সংগঠন ‘সিএআইআর’ এ তথ্য জানিয়েছে। টেক্সাসে এক মসজিদের দরজার সামনে কোরান শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রাখা হয়েছে।

ফ্লোরিডার ইসলামিক সেন্টারে অফ পিটার্সবার্গে হুমকিযুক্ত ভয়েসমেল পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে মুসিলমদের গুলি করে হত্যা করা হবে। ফ্লোরিডার আরেক মসজিদে বোমা মারার হুমকি দেয়া হয়েছে এবং মুসলিমদের গুলি করে হত্যা করার কথা বলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G