এখনও আশা টিকে আছে হজ্বে যাওয়ার
পবিত্র হজ্ব পালনের জন্য আজ ১ লাখ ২৩ হাজার ২শ’ ১১ জন বাংলাদেশি নাগরিকের হজ্ব ভিসা দিয়েছে সৌদি সরকার। মোট ভিসাপ্রাপ্তদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ১শ’ ১৬ জন, বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ১৭ হাজার ৮শ’ ২৫ জন ও সরকারি বিভিন্ন দল, বেসরকারি ব্যবস্থাপনার মোনাজ্জেম ও হজ্ব এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য রয়েছেন ১ হাজার ১শ’ ১৮ জন।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল এ সব তথ্য জানান।
তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষিত মোট ৪ হাজার ২শ’ যাত্রীর মধ্যে ৪ হাজার ১শ’ ১৬ জনের ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৯শ’ ৯৮ জনের কোটার মধ্যে ১লাখ ১৭ হাজার ৮শ’ ২৫ জনের ভিসা হয়েছে। আগামীকাল ও পরশুর মধ্যে আরও ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার হজ্বযাত্রীর ভিসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, এখনও যে সময় রয়েছে তাতে বিমানের অতিরিক্ত ফ্লাইট ও ফ্লাইটের হিসেবে স্বস্তিতে ও শান্তিতে হজ্ব পালন করতে যেতে পারবেন।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন হজ্বযাত্রীর কোটা রয়েছে। শুধুমাত্র হজ্বযাত্রীর কোটার হিসেবে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৯শ’ ৪১ জনের ভিসা হয়েছে। এ হিসেবে এখনও পর্যন্ত ভিসা বাকি রয়েছে ৫ হাজার ২শ’২৭ জনের।
ধর্ম সচিব জানান, বিগত বছর নির্ধারিত কোটার শতকরা ৯৭ ভাগের কিছু সংখ্যক বেশি হজ্বযাত্রী হজ্বে গেছেন। এবারও তেমন সংখ্যক হজ্বযাত্রী হজ্বে যেতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব কর্তৃপক্ষ গত ১৪ আগস্ট পর্যন্ত ১ লক্ষ ১৮ হাজার ৯২৪ জন বাংলাদেশি হজ্বযাত্রীর ভিসা অনুমোদন করেছে।
প্রতিক্ষণ/এডি/শাআ