এবার দেখা যাবে তিশা-সোহম জুটি

প্রথম প্রকাশঃ মার্চ ৮, ২০১৬ সময়ঃ ১২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৭ অপরাহ্ণ

tisha

ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জন করার পর বড় পর্দায় পদার্পণ করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনয় করেছেন শাকিব খান ও আরিফিন শুভর বিপরীতে। এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহমের বিপরীতে। ছবির নাম ‘তোর নামে লিখেছি হৃদয়’।

ছবিটি তৈরি হচ্ছে যৌথ প্রযোজনায়। প্রযোজনা করছে বাংলাদেশের এসএস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট। পরিচালনা করবেন অনন্য মামুন এবং কলকাতার ভুবন চ্যাটার্জি। যৌথ প্রযোজনায় এটি অনন্য মামুনের দ্বিতীয় ছবি। আগেরটি ছিলো ‘আমি শুধু চেয়েছি তোমায়’।

এর আগে অনন্য মামুনের ‘অস্তিত্ব’তে অভিনয় করেছেন তিশা। আর তিশার আগে সোহম যৌথ প্রযোজনায় ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা মিম।

চলতি মাসের শেষ দিকে শুরু হবে দৃশ্যধারণ। ছবিটির জন্য গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ, আকাশ প্রমুখ। তিশা-সোহম ছাড়াও থাকছেন সুচরিতা, মিশা সওদাগর, ডন, কলকাতার খরাজ মুখার্জি, সুপ্রিয় প্রমুখ।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G