এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বাহামা

প্রকাশঃ মে ৮, ২০২৪ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

১৪৩তম দেশ হিসেবে যুদ্ধবিধ্বত্ব ফিলিস্তিনকে উত্তর আমেরিকার দেশ বাহামা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। তাই এ মুহূর্তে সর্বশেষ স্বীকৃতি দানকারী দেশ হল বাহামা।

অমানবিতা ও মানবতাবিরোধী কর্মকান্ডের কারণে বহু বছর ধরে ফিলিস্তিনের জনগণ অত্যাচারিত ও নির্যাতিত হয়ে আসছে ইহুদীবাদী রাষ্ট্র ইজরাইলের কাছ থেকে। এ দৃশ্য দেখে পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা ক্ষোভ প্রকাশ করে আসছে বিভিন্ন সময়ে। এরই জের ধরে সর্বশেষ বাহামা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামা’র পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ‘এই বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায়ের ঐকমত্যের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এতে আরও বলেছে, ১৯৭৩ সালে বাহামা একটি স্বাধীন জাতি হিসেবে আবির্ভূত হয়। তাই তারা ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করেন।

গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।

গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা বলেন, যুদ্ধকবলিত এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।

মূলত ২০১২ সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়। তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেয়া হয়েছিল, তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। গেল ১৮ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের প্রস্তাব দিলে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ভোটে ১২টি রাষ্ট্র পক্ষে ছিল, একমাত্র বিরোধী ছিল যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে।

উল্লেখ্য, আফ্রিকার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো আলজেরিয়া-ই ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। এছাড়া ১৪২তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G