এবার শিক্ষক ডরমেটরিতে চুরি,নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস

প্রথম প্রকাশঃ মার্চ ৫, ২০১৭ সময়ঃ ১২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

তানভীর সাবিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) দীর্ঘ দিনের নিরাপত্তাহীনতার বিতর্কের মধ্যে শিক্ষকের বাসায় দুর্বৃত্তের হামলা এবং নবীন শিক্ষার্থী ছিনতাইয়ের শিকারের পর এবার শিক্ষক ডরমেটরিতে বড় ধরণের চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে শিক্ষক ডরমেটরি-১ এর ১০১ এবং ৩০২ নং ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে। ১০১ নং ফ্ল্যাটে থাকেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: খলিলুর রহমান এবং ৩০২ নং ফ্ল্যাটে থাকেন রসায়ন বিভাগের শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো: মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বিকালের দিকে ১০১ ও ৩০২ নং ফ্ল্যাটের শিক্ষকরা বাহিরে যান। এ সময় ফ্ল্যাটগুলোর তালা অকেজো করে চোর ভিতরে প্রবেশ করে। ১০১ থেকে খলিলুর রহমানের নগদ ১ লক্ষ টাকা ও ১টি ল্যাপটপ এবং ৩০২ থেকে আতিকুর রহমানের নগদ ৪০ হাজার টাকা ও ১টি ল্যাপটপসহ কিছু মূল্যবান জিনিস-পত্র নিয়ে যায়। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুরির ঘটনায় শুক্রবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো: সাদেক হোসেন মজুমদার বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তির নামে এ চুরির মামলা দায়ের করেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, গত ১৭ জানুয়ারি হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির কোষাধক্ষ্য তারিক হোসেনের ভাড়া বাসায় (ক্যাম্পাসের নিকটবর্তী ‘নাজির ভিলা’) দুর্বৃত্তের হামলা হয়। গত ২ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের ৬১জন শিক্ষক সাধারণ ডায়েরি (জিডি) করেন। এবং গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঘুরতে গেলে এক নবীন শিক্ষাথীর কাছ থেকে সব কিছু হাতিয়ে নেয় বহিরাগত ছিনাইকারীরা।

খোঁজ নিয়ে জান যায়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন ১৯ জন আনসার ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী ২৪ জন। যা পাহাড়ি এ ক্যাম্পাসে নিরাপত্তার জন্য এত স্বল্প সংখ্যক নিরাপত্তাকর্মী কোনোভাবেই যথেষ্ট নয়।

এদিকে শুক্রবার চুরির ঘটনার পূর্ব পর্যন্ত শিক্ষক ডরমেটরিতে কোন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন না।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার বলেন, ‘প্রাথমিক পর্যায়ে ক্যাম্পাসে কিছু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কিছু দিনের মধ্যে হল ও ডরমেটরিতে সিসি ক্যামেরা লাগানো হবে। আর নিরাপত্তার জন্য লোকবল বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G