এভারেস্টের ভেতর দিয়ে চলবে ট্রেন!

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৫ সময়ঃ ১২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Everestবিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এর চূড়ায় উঠতে হাজারো মানুষ প্রতিবছরই জড়ো হয়। বরফাচ্ছন্ন ওই শৃঙ্গে উঠতে অনেকেই প্রাণ হারান। এখন সেই শৃঙ্গেই নাকি গড়ে তোলা হবে রেললাইন!

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে, নেপালের সঙ্গে যোগাযোগ বাড়াতে এভারেস্টের নিচে সুড়ঙ্গ খুঁড়ে রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে চীন।

একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে চায়না ডেইলি জানিয়েছে, নেপালের অনুরোধে ছিংহাই-তিব্বত রেলপথ সম্প্রসারণ করে সেটি আন্তর্জাতিক সীমানা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

চীনা সংবাদ মাধ্যমের দাবি, মাউন্ট এভারেস্ট অতিক্রম করতে এর তলদেশে সুড়ঙ্গ খুঁড়বে বেইজিং। আর তার মধ্য দিয়ে যাবে রেলপথ। মনে করা হচ্ছে, এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ দাঁড়াবে ঘণ্টায় ১২০ কিমি।

রেলওয়ে বিশেষজ্ঞ ওয়াঙ মাংশু বলেন, ‘রেল লাইনটি কোমোলংমার (মাউন্ট এভারেস্টের তিব্বতি নাম) মধ্য দিয়ে যাবে। এখানে বেশ বড় টানেল খনন করা হবে।’

তিব্বতের একজন সরকারি কর্মকর্তা বলেন, ২০২০ সালের মধ্যে ওই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ডিসেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডু সফর করেন। নেপালের সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তিব্বতের সঙ্গে প্রস্তাবিত রেলপথটি পরবর্তী সময়ে কাঠমান্ডু থেকে শুরু করে আরও দূর অবধি সম্প্রসারণ করা হতে পারে। এতে করে চীনের সঙ্গে ভারতীয় বাজারের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে।

তিব্বত-নেপাল রেলপথ নির্মাণের এ পরিকল্পনার মধ্য দিয়ে মূলত হিমালয়কন্যা নেপালের ওপর চীনের প্রভাব বৃদ্ধির বিষয়টিই স্পষ্ট হলো। বিষয়টি নেপালের প্রতিবেশী ভারতের জন্য সতর্কবার্তা বলে বিবেচিত হচ্ছে। কারণ, নেপালকে নিজ প্রভাববলয়ের অন্তর্ভুক্ত বলেই মনে করে ভারত।

তবে এ পরিকল্পনা এভারেস্টের জন্য ক্ষতিকর হবে কিনা তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

প্রতিক্ষণ/এডি/এআই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G