এমআই সিমেন্ট সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করবে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের এমআই সিমেন্ট কোম্পানি ভারতে একিটি সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করবে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয়া হয়।
সাবসিডিয়ারি কোম্পানিটির ১০০% মালিকানায় থাকবে এমআই সিমেন্ট। প্রাথমিকভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ হবে ভারতীয় মুদ্রার ৫০ লাখ রুপি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে কোম্পানির উৎপাদিত সিমেন্টের বাজারজাতকরণসহ ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য সাবসিডিয়ারি কোম্পানি গঠন করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/হাসান