এমাজউদ্দীনের বক্তব্য তার ব্যক্তিগত ব্যাপার
প্রতিক্ষণ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছেন মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন যে বক্তব্য দিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, এমাজউদ্দীন সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। এটা তার ব্যক্তিগত ব্যাপার।
তিনি বলেন, জামায়াত ছাড়ার ব্যাপারে ২০ দলীয় জোটে নীতিগত কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত হয়নি। আমরা জাতীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। এর অগগ্রতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, ড. এমাজউদ্দীন সাহেব বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী। তিনি দলের কেউ নন। ফখরুল আরো বলেন, বিএনপি জামায়াত ছাড়বে এই ধরনের আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেননি চেয়ারপারসন। তাছাড়াও জামায়াতকে নিয়ে বিএনপি সব কর্মসূচি করছে না। এটা সরকার ভুলে যাচ্ছে বিএনপি একটি দল।
জামায়াত আরো একটি দল। বিএনপির নেতৃত্বাধীন জোটে ২০টি দল রয়েছে। এর মধ্যে জামায়াত একটি। জোটের ২০ দলের আলাদা আলাদা এজেন্ডা রয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে এমাজউদ্দীন আহমেদ বলেছিলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে একটি রাজনৈতিক দল বড় প্রতিবন্ধকতা বলে মনে হয়। কিন্তু যেকোনো মুহূর্তে ক্ষমতাসীন দল ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে।
বর্তমানে দেশের বিরোধী দল বিএনপি। তিনি (খালেদা জিয়া) সিদ্ধান্ত নিয়েছেন যে, ২০ দলের মধ্যে অন্ততপক্ষে এই দলটিকে (জামায়াত) আর ঐভাবে রাখার কোনো প্রয়োজন নেই।
প্রতিক্ষণ/এডি/আরএম