ওলাদঁ ব্যর্থ বলেই হামলা

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

paris+terror+attack.mgnসিরিয়ার যুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ হস্তক্ষেপ করেছেন। তাঁকে ‘ব্যর্থ’ বলে প্যারিসে হামলা করা হয়েছে।

একজন ‘হামলাকারী’র বক্তব্য উদ্ধৃত করে এমন দাবি করেছেন প্রত্যক্ষদর্শী ও রেডিও উপস্থাপক পিয়েরে জানাসজাক। খবর- এএফপির

এএফপির খবরে বলা হয়, প্যারিস শহরের মাঝামাঝি বাটাক্লাঁন কনসার্ট হলে হামলার প্রত্যক্ষদর্শী জানাসজাক বলেন, ‘আমি স্পষ্টভাবে শুনেছি, তাঁরা বলছে, ‘এটা ওলাদেঁর ব্যর্থতা। এটা তোমাদের প্রেসিডেন্টের ব্যর্থতা।  সিরিয়ায় তাঁর হস্তক্ষেপ উচিত হয়নি।’

স্থানীয় সময় শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে বোমা হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এ হামলায় আহত হয়েছে শতাধিক লোক। হামলার পর ফ্রান্সে জারি করা হয়েছে জরুরি অবস্থা, বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত।

ফ্রান্সের দাবি, ন্যক্কারজনক ওই হামলার পর নিহত হয়েছে ৮ হামলাকারী। তাদের মধ্যে আত্মঘাতী বোমায় নিহত হয়েছে সাতজন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G