ওসি হেলালের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে নির্যাতন মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার বিকালে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ রায় দেন।
বাদীপক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন মুনজুর আলম, মোহাম্মদ গাফফার হোসেন ও শুভ্র সিনহা রায়।
পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ মামলায় হেলাল উদ্দিন পলাতক রয়েছেন।
২০১১ সালের ১৬ জুলাই খালার বাসা থেকে হলে আসার পথে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে এলে সাদা পোশাকধারী পুলিশ আব্দুল কাদেরকে মারধর করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলে পুলিশ ক্ষিপ্ত হয়ে তাকে থানায় নিয়ে যায়। থানার ওসির কক্ষে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করার লক্ষ্যে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে চাপাতিতে ধার আছে কিনা এ কথা বলে কাদেরের বা পায়ের হাঁটুর নিচের পেছন ভাগের মাংশ পেশীতে কোপ দিয়ে মারাত্মকভাবে জখম করে। পরবর্তী সময়ে ওসি হেলাল তাকে তিনটি মামলায় গ্রেফতার দেখান। তিনটি মামলায় তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হলে কাদেরকে অব্যাহতি দেয় আদালত।
সংবাদ মাধ্যমে প্রচারের পর হাইকোর্ট ওসি হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ও আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আব্দুল কাদের ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
প্রতিক্ষণ/এডি/নুর