কংগ্রেস থেকে জয়ন্তীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী নটরাজন দল থেকে পদত্যাগ করেছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভের কারণেই তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
গান্ধী পরিবারের এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেত্রী এই পরিস্থিতির জন্য রাহুল গান্ধীকে দায়ী করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে একটি বিস্ফোরক চিঠি লিখেছেন।
পরিবেশমন্ত্রী থাকার সময় রাহুলের বিশেষ অনুরোধে বহু শিল্প প্রকল্প পরিবেশবান্ধব না হওয়া সত্ত্বেও কাজ শুরু করার অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।
গত বছর লোকসভা নির্বাচনের আগে ভোট পেতে রাহুল একাধিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। যা কার্যকর করতে পরিবেশের তোয়াক্কা করেননি কংগ্রেসের সহ-সভাপতি। তাঁর মন্ত্রণালয়ের কাজে রাহুল কীভাবে নাক গলাতেন তার প্রমাণ দরকার হলে তুলে ধরবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন জয়ন্তী। তবে কংগ্রেস ছেড়ে অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কি না তা এদিন স্পষ্ট করেননি। মুখ খোলেননি রাহুল-সোনিয়াও।
কংগ্রেস ছাড়ার ব্যাপারে সংবাদমাধ্যমকে আগেই ইঙ্গিত দিয়েছিলেন জয়ন্তী নটরাজন। শুক্রবারই তিনি দলের সব পদ থেকে ইস্তফার কথা জানিয়েছেন। এদিন সকালে তাঁর বিস্ফোরক চিঠির বিষয়ে জানাজানি হতেই শুরু হয়েছে বিতর্ক।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, জয়ন্তীর চিঠি ইউপিএর অর্থনীতি এবং পুঁজিবাদ-প্রীতির কথাই স্পষ্ট করে দেখিয়ে দিল। সোনিয়াকে লেখা চিঠিতে জয়ন্তী লিখেছেন, তাঁর পুরো কেরিয়ার ধবংস হয়ে গেছে। পরিবারের সম্মান কলঙ্কিত হচ্ছে।
প্রতিক্ষণ /এডি/ জেসমিন