কদমতলীতে হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীতে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালানোর সময় হাবু (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হত্যা মামলার আসামি ছিলেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত প্রায় ২টার দিকে কদমতলীর পূর্ব জুরাইনের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। হাবু পূর্ব জুরাইনের কমিশনার গলি এলকার আব্দুল আজিজের ছেলে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাবু গভীর রাতে নিজের বাহিনী নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল। পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর ককটেল ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে হাবু গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ইব্রাহীম হত্যার প্রধান আসামি হাবু। এ ছাড়া হত্যাসহ ৬-৭টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিক্ষণ/এডি/এআরকে