কমেছে দেশি পেঁয়াজের দাম

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

download (2)রাজধানীর বাজারে কমেছে দেশি পেঁয়াজের দাম। আর বেড়েছে আদা ওমাছের দাম।

শীতের সবজির মৌসুম প্রায় শেষ। দাম নাগালের মধ্যেই থাকার কথা। তবে করলা, ঢেড়স , সজনে ডাটা, বরবটিসহ গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা বাড়তি। বেড়েছে লেবুর দামও। দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকার মতো।

আর কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে আদার দাম। রুই, কাতল ও কইসহ দেশি মাছের বাড়তি দাম আগের মতোই। চিংড়ি, শিং, মাগুরের কেজি ৭০০ টাকার নিচে নয়। গরুর মাংসের কেজি ৩৫০ টাকা। দাম বেড়ে ব্রয়লার মুরুগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দামে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G