কলম্বিয়া বৈধ করল গাঁজার ব্যবহার
লাতিন অ্যামেরিকার বিভিন্ন দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবার মাদক দ্রব্য গাঁজার ব্যবহার বৈধ করলো কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস চিকিৎসার ক্ষেত্রে গাঁজার ব্যবহার বৈধ করে এক আদেশে স্বাক্ষর করেছেন।
সম্প্রতি টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ম্যানুয়েল স্যান্তোস বলেছেন, ‘রোগ নিরাময়ে নতুন এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসা কাজে এবং মানুষের জীবনমান উন্নয়নে গাঁজা বা মারিজুয়ানার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। তবে, মাদকের বিরুদ্ধে কলাম্বিয়ার লড়াই, এর সঙ্গে ঔষধ হিসেবে গাঁজা ব্যবহারের সিদ্ধান্তটি সাংঘর্ষিক হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন’।
এছাড়াও ইউরোপের বেশ কিছু দেশে গাঁজার ব্যবহার বৈধ রয়েছে। বিষেশজ্ঞদের মতে, চিকিৎসার কাজে গাঁজার ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই এর ব্যবহার বৈধ করা হচ্ছে ।
প্রতিক্ষণ/এডি/জেবিএম