ক্রীড়া ডেস্ক
গ্রুপ পর্ব শেষ, এবার নকআউট পর্বে শেষ ১৬ নিয়ে যতো আলোচনা। বিশ্বকাপটা শুরু হয়েছিল অঘটন দিয়ে আর আজ (মধ্যরাত) শুক্রবার রাতে শেষ হলো ক্যামেরুনের কাছে ব্রাজিলের হারের অঘটন দিয়ে। শেষ ১৬-র হিসেবটা শেষ হলো আজ রাতেই। শেষ ১৬-তে টিকিট কেটেছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, সেনেগাল, ইংল্যান্ড, আমেরিকা আর্জেন্টিনা, পোল্যান্ড, জাপান, স্পেন, মরক্কো, ক্রোশিয়, পুর্তগাল, দক্ষিণ কোরিয়া । আজ থেকেই শুরু কাতার বিশ্বকাপে নকআউট পর্ব।
আসলে ২০২২ বিশ্বকাপ আসরে অনেক কিছুই অবাক করছে। ডিসেম্বরের ১৮ তারিখে ফাইনালের আগে আরো কত কি দেখা যাবে, কে জানে!
বিস্ময়ের এই বিশ্বকাপ আসরের নকআউট পর্বে আজ যারা মাঠে নামে তারা হলো –
৩ ডিসেম্বর ২০২২
নেদারল্যান্ডস বনাম আমেরিকা, রাত ৯টা (বাংলাদেশ সময়)
৪ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া, মধ্যরাত ১টা (বাংলাদেশ সময়)