কামরুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ
জেলা প্রতিবেদক
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
বিষয়টি জানিয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, কামরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি আমলে নিয়ে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁর (কামরুল) বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কামরুলকে আদালতে হাজির করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে সিলেট নিয়ে যাওয়া হয় কামরুলকে। বিকেল ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে কামরুলকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পুলিশের তিন সদস্যের টিম। পরে সন্ধ্যার দিকে তাঁকে নিয়ে সিলেটের পথে রওনা দেয় পুলিশ।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নির্যাতনকারীরা ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকার বিষয়টিতে গুরুত্ব দেয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার পুলিশ কর্মকর্তারা কামরুলকে দেশে ফেরাতে সৌদি আরব যান। পরে কাল বিকেলে ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে ফিরিয়ে আনা হয়।
প্রতিক্ষণ/এডি/এনজে