কার্যালয় তল্লাশির আগে পুলিশের দেহ তল্লাশির দাবি

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ অপরাহ্ণ

mahmub 44বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ তল্লাশি চালানোর সময় সেখানে আইনজীবীদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

রোববার সন্ধ্যায় আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি চালানোর জন্য পুলিশের করা আবেদনটিকে নাটক বলেও মন্তব্য করেন খন্দকার মাহবুব।

তিনি এই আদেশের নিন্দা জানিয়ে বলেন, বেগম জিয়াকে হয়রানি করার জন্যই গুলশান কার্যালয়ে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছে।

খন্দকার মাহবুব আশঙ্কা করে বলেন, ‘আমরা যার জন্য উদ্বিগ্ন সেটা হলো যারা তল্লাশি করতে যাবেন। কি সব মাল মসল্লা নিয়ে যাবেন। কয়টা গ্রেনেড নিয়ে যাবেন। কয়টা ডিনামাইট নিয়ে যাবেন। তার বাসায় ঢুকবেন, ঢুকে খাটের নিচ থেকে বিছানার নিচ থেকে দেখাবেন। বলবেন এইগুলো তার কার্যালয়ে পাওয়া গেছে।’

তাই ‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, কোনো জায়গায় তল্লাশি চালানোর আগে নিরপেক্ষ লোক দিয়ে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করতে হবে।’

সে কারণেই গুলশান কার্যালয় তল্লাশি করতে হলে আগে পুলিশের দেহ তল্লাশি করতে হবে বলে মনে করেন বিশিষ্ট এই ফৌজধারি আইন বিশেষজ্ঞ

প্রতিক্ষণ /এডি/নাদের

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G