কিউবা ও আমেরিকার বন্ধুত্ব স্ট্রিট আর্ট ফটোগ্রাফী

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Mureleandomastheadকিউবা ও আমেরিকা ! নাম শুনলেই মনে আসে চীর বৈরিতা । যারা আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর রাখেন তারা জানেন কিউবা আর যুক্তরাষ্ট্র অর্ধশত বছরেরও বেশি সময় পর এই সেদিন বন্ধুত্বের সম্পর্কে উপনীত হয়েছে। আবার কখন তাদের বন্ধুত্বের মধ্যে হুল ফোটে সেই আসায় তাকিয়ে অনেকে।

 

এটা অনেক জটিল হিসেবে নিকেশে আসা কূটনৈতিক সমঝোতা যার বাণিজ্যিক গণিতের সঙ্গে শিল্পীদের কোন সম্বন্ধ নেই। জেনে আশ্চর্য হবেন ওবামা আর রাউল কাস্ত্রো হাত মেলাবার বহু আগেই হাত মিলিয়েছেন কিউবা যুক্তরাষ্ট্রের শিল্পীরা এবং যৌথভাবে আয়োজন করেছিলেন অসংখ্য প্রশংসনীয় শিল্পপ্রদর্শনীর। সব বাধা ভুলে তারাই বন্ধুত্ব স্থাপন করে দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বকে যে আমরাও পারি।

 

তারই ধারাবাহিকতায় ২০১১ সালের ১১ এপ্রিল জনসাধারণের জন্য দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট বা পথশিল্প উন্মুক্ত করা হয় কিউবার রাজধানী হাভানার রাস্তায়। তাকে ফোকাসে রেখে তোলা দারুণ সব পথ আলোকচিত্রকে ছড়িয়ে দেয় সারা বিশ্বে। এই পথশিল্পগুলো কিউবার শিল্পীদের আঁকা, পথ আলোকচিত্রগুলা মার্কিন আলোকচিত্র শিল্পীদের তোলা। যা হাভানার দেয়ালে দেয়ালে শোভা পেতে থাকে এইসব পথশিল্প আর তাকে কেন্দ্র করে ধারণকৃত পথ আলোকচিত্রগুলোর একাংশ প্রকাশ করে আমেরিকার শিল্পীরা ।

আর অনুধাবন করি, শিল্পীরা পৃথিবীর মানুষকে যে তারকাঁটাবিহীন পৃথিবী উপহার দিতে চান তার নিগূঢ় দর্শন।

 

প্রতিক্ষণ/এডি/আকিদূল ইসলাম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G