কিম ওং ৯৭ লাখ ডলার দেবেন
প্রতিক্ষণে ডেস্ক
বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে চুরি হওয়া আরো ৯৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন ফিলিপাইনের ব্যবসায়ী কিম ওং।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিলিপাইনে পাচারের ঘটনায় দেশটির সিনেটের ব্লু রিবন কমিটিতে শুনানি হয়।
চতুর্থ দিনের শুনানিতে হাজির হয়ে ওং বলেছেন, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এ অর্থ তিনি সিনেট কমিটির কাছে জমা দেবেন। অর্থ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মায়া স্যান্টোস-দেগুইতো আজ আবারও শুনানিতে হাজির হন। গত সপ্তাহে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে কমিটির জিজ্ঞাসাবাদ ত্যাগ করেন তিনি। তাঁর অনুপস্থিতিতে সিনেট কমিটির প্রশ্নের উত্তর দেন ওই ব্যাংকে অর্থ লেনদেনকারী ব্যবসায়ী কিম ওং।
ব্লু রিবন কমিটির শুনানিতে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ উপস্থিত ছিলেন।
এদিকে, সোমবার বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থের আরো প্রায় তিন কোটি ৮২ লাখ পেসো বা ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেন এই চীনা ব্যবসায়ী।
=========