কুকুরের কামড়ে আহত ৪০
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
চাঁদপুরে পাগলা কুকুরের কামড়ে তিনটি গ্রামের অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১জন শিশু। আহতদের মধ্যে কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর, লালপুর ও মনোহরখাদি গ্রামে এই ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো, আরিফা, জনি, ফাতেমা, রিফাত, সিয়াম, মিম, রাজন, নাঈম, খুশি, মামুন ও ইমরান।
আহত বাকিদের মধ্যে রয়েছেন, রফিক বেপারী, মমতাজ, নিলুফা, মনোয়ারা, মাইনুল, ইমরান, রাবেয়া, শিউলি, নুরে আলম, মাহবুব, মারফত আলী, সাজেদা বেগম, রিনা বেগম, রেখা বেগম, সখিনা, বিলকিস, সোহেল, সালমান, নিলুফা, নূর মোহাম্মদ, মাহমুদা, রাবেয়া, সাত্তার ও আবু তালেব।
এদের নিলুফা বেগম ও মারফত আলী জানায়, সকালে একটি পাগলা কুকুর বিষ্ণুপুর গ্রামের এক শিশুকে প্রথমে কামড়ায়। পরে বিষ্ণুপুর, লালপুর ও মনোহরখাদি গ্রামের শিশু-নারীসহ ৪০ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হাসপাতালের চিকিৎসক ডাঃ নাজমুল আবেদীন জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের জলাতঙ্ক প্রতিরোধক ইনজেকশন দেয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রাফি