কুকুরের মাংস খাওয়ার উৎসব!

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ৮:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

dog-feচীনের ইউলিন শহরে কুকুরের মাংস খাওয়ার উৎসব শুরু হয়েছে। আর এই কুকুরের যোগান দিতে শুধুমাত্র কুকুর বিক্রির জন্য আলাদা একটি বাজার বসেছে শহরটিতে।

প্রতি বছরের মতো এবারও রোববার থেকে এই উৎসব শুরু হয়েছে।

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ইউলিনে চলছে কুকুরের মাংস খাওয়ার এই উৎসব। পশু অধিকার কর্মীদের বাঁধা সত্ত্বেও গুয়ানজি প্রদেশের ইউলিন শহরে প্রায় দশ হাজার কুকুর নিধন করা হবে এই উৎসবে।

এই শহরের লোকজন বিশ্বাস করে যে, গ্রীষ্মে কুকুরের মাংস খেলে শীতে সুস্থ থাকা যায়, বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। তাই, ঐতিহ্য অনুযায়ী লিচুর সাথে কুকুরের মাংস মিলিয়ে খায় ইউলিনবাসীরা। তবে চীনেই এই উৎসবের বিরোধীতা রয়েছে।

তিয়ানজিনের একজন স্কুল শিক্ষক গত শনিবার একশোটি কুকুর কিনেছেন শুধুমাত্র এই উৎসবের নিষ্ঠুরতা থেকে কুকুরদের বাঁচানোর জন্য।

পশু অধিকার নিয়ে যেসব সংগঠন কাজ করে তারা বলছে, এই উৎসবে খুব নিষ্ঠুরভাবে কুকুরকে হত্যা করা হয়। কিন্তু ইউলিনিবাসীদের বক্তব্য, খুব সাধারণভাবে কুকুরগুলো মারা হয়।

পশু অধিকার নিয়ে কাজ করা বেশ কিছু সংগঠন বলছে, প্রতি বছর এই সময় মাংসের জন্য প্রায় দশ হাজার কুকুরকে হত্যা করা হয়।
অবশ্য ইউলিনের প্রাদেশিক সরকার জানিয়েছে, এই উৎসব ঐতিহ্যবাহী হলেও তা তারা সমর্থন করে না।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G