কুমিল্লায় আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষ, আহত ১০
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
কুমিল্লা: কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা হরতাল পালনের সময় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে জোটের নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
এদের মধ্যে কোতোয়ালি যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোমেনকে কুপিয়ে জখমের খবর পাওয়া গেছে।
এছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদল ভেবে ডিবি পুলিশের কনস্টেবল আমিনুল ইসলামকে কুপিয়ে জখম করে এবং বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির কুমিল্লা প্রতিনিধিকে মারধর করে। কনস্টেবল আমিনুলকে বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ককটেল বিস্ফোরণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
বিএনপি নেতাকর্মীরা রাণীরদিঘীর পাড়ে ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিক্ষন/এডি/হানিফ