কুমিল্লায় আ’লীগ-বিএনপি সংঘর্ষ: পুলিশসহ আহত ২০
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কুমিল্লা: কুমিল্লায় আওয়ামী লীগে- বিএনপি সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ তিন ছাত্রদল কর্মীসহ ১৬ বিএনপি নেতাকর্মী রয়েছেন।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে শহরের কান্দিরপাড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে কান্দিরপাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও একটি মোটর সাইকেল পুড়ানো হয়। এসময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। উভয় পক্ষই একে অপরের দিকে গুলিবর্ষণ করে।
সংঘর্ষ থামাতে গিয়ে ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। তারা হলেন- কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) নাসির, সেকেন্ড অফিসার সালাউদ্দিন ও কনস্টেবল আনোয়ার। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএনপির আহত নেতাকর্মীদের মধ্যে রুবেল ও সাইফুল নামে গুলিবিদ্ধ দুই ছাত্রদল কর্মীর পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুজ্জামান জানান, সকালে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা মিছিল বের করে চকবাজার এলাকায় আসে।
এসময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ছাতিপট্টিতে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে কান্দিরপাড়ে এলাকায় আবার সংঘর্ষ হয়। দুটি ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭০/৮০ রাউন্ড রাবার বুলেট ও ২০টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
প্রতিক্ষণ/এডি/মানিক