অসুস্থ মোটাতাজা গরু চেনার উপায়

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

goruআসছে মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। বাংলাদেশে সাধারণত  ঈদ-উল-আযহাতে গরুই কুরবানী দেয়া হয়। আর এই সুযোগ নেন কিছু অসাধ্য ব্যবসায়ীরা। গরু মোটাতাজা দেখানোর জন্য তারা বিভিন্ন ওষুধ ব্যবহার করে যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। তাই আজ প্রতিক্ষণের পাঠকদের জন্য থাকছে কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরু চেনার উপায়।

স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু হবে খুব শান্ত। ঠিকমতো চলাফেরা করতে পারবে না। পশুর ঊরু অনেক মাংসাল মনে হবে।

অতিরিক্ত হরমোনের কারণে পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে। আঙুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে সেখানে গর্ত হয়ে থাকবে।

স্টেরয়েড ট্যাবলেট খাওয়ালে গরুর প্রস্রাব বন্ধ হয়ে যায়, এর ফলে শরীরে পানি জমতে শুরু করে। ফলে গরু মোটাতাজা দেখায়। এ গরু নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই না করলে মারাও যেতে পারে, অথবা শরীরের মাংস কমে যেতে পারে। তবে যাই হোক না কেন, এমন গরুর মাংস খাওয়া খুবই বিদজ্জনক। কারণ এই ওষুধ তীব্র তাপেও নষ্ট হয় না। ফলে মানবদেহে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G