কেন্দ্রীয় ব্যাংকে নতুন বিভাগ
নিজস্ব প্রতিবেদক
আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ চালু করলো বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার আদেশের কপিটি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে আরো গতিশীল ও সমন্বিত করতে এই বিভাগ চালু করা হলো। কৃষি ঋণ ও আর্থিক সেবা বিভাগ থেকে আর্থিক সেবা বিভাগ আলাদা করে নতুন এই বিভাগ।
গত ২৬ জুলাই বাংলাদেশ ব্যাংক গ্রিন ব্যাংকিং ও সিএসআর বিভাগ অবলুপ্ত করে টেকসই অর্থায়ন বিভাগ নামে নতুন একটি বিভাগ চালু করে।
প্রতিক্ষণ / এডি / সজল