কোকেন আমদানিকারক ৫ দিনের রিমান্ডে

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Rement_sm_122526592সানফ্লাওয়ার তেলের ড্রামে সয়াবিন তেলের আড়ালে কোকেন আমদানির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেলকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম সোহেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তেলের আড়ালে কোকেন আমদানির সঙ্গে জড়িত চট্টগ্রামে খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেলকে এ সংক্রান্ত মামলায় ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়। মামলাটি বর্তমানে নগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন। গোয়েন্দা পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানি শেষে আদালত সোহেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী মিনান।

এর আগে গত রোববার  নগরীর বন্দর থানার এসআই ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১ (খ) ধারায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেলের বিরুদ্ধে মামলা করেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G