জানাজায় বিশৃঙ্খলা করলে রাজনীতি থেকে চিরবিদায়
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজার আগে বা পরে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপিকে রাজনীতি থেকে জনগণ চিরবিদায় করে দেবে বলে দলটিকে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের কর্মীরা আপনাদের সহযোগিতা করেছে। জানাজার নামে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে এবার চিরবিদায় করে দেওয়া হবে।’
ড. হাছান মাহমুদ খালেদা জিয়াকে উদ্দেশ বলেন,‘ আপনি দেশনেত্রী নন। আপনি সন্ত্রাস ও ভীতির নেত্রী। সন্তান হারিয়েছেন। আমরাও শোকাহত। এবার সন্তান হারানোর ব্যথা ও কষ্টটা অনুধাবন করে পেট্রোলবোমার রাজনীতি প্রত্যাহার করুন।’
তিনি তবলীগ জামাতকে উদ্দেশ করে বলেন,‘ তবলীগ জামাতের একজন পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা গেছেন। আমি তবলীগ জামায়াতের নেতাদের বলব আপনারা বিএনপিকে ঘৃণা করুন।’
ড. হাছান মাহমুদ বলেন,‘ প্রধানমন্ত্রী মায়ের মমতা নিয়ে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া দুয়ার খুললেন না। যাদের বাড়ির সামনে যাওয়ার পরও দুয়ার খোলে না তাদের সঙ্গে কীসের সংলাপ? দয়া করে এদের সঙ্গে কেউ আর সংলাপের কথা বললেন না।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
প্রতিক্ষণ /এডি /রাকিব