কোটি টাকা নিয়ে পালানো ব্যাংক কর্মকর্তার আত্মসমর্পণ

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৯:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম

1415603304_bcb-jaliatiআত্মসমর্পণ করলেন গ্রাহকদের আড়াই কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া কমার্স ব্যাংকের সেকেন্ড অফিসার মাঈনুদ্দিন আহমেদ।সোমবার রাতে তিনি নিজে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় আত্মসমর্পণ করেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানায় তিনি আত্মসমর্পণ করেন।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, ‘অভিযোগ পাওয়ার পর মোবাইল নম্বর ট্র্যাক করে তাকে থানায় আসতে অনেকটা বাধ্য করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।’ ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রাহকের প্রায় আড়াই কোটি টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন মাঈনুদ্দিন আহমেদ । তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

প্রসঙ্গত গত রোববার থেকে কমার্স ব্যাংকের খাতুনগঞ্জ শাখার গ্রাহকরা তাদের হিসাব খতিয়ে দেখতে পান যে, হিসাব থেকে টাকা ট্রান্সপার হয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে ব্যাংকে এসে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এক পর্যায়ে গ্রাহকরা ব্যাংকের সামনে টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ করে এবং শাখা ব্যবস্থাপককে অবরুদ্ধ করে রাখে।এ ঘটনায় ব্যাংটির প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G