এ.কে.এম.মাহফুজুর রহমান :
হুমায়ূন আহমেদ নেই
কোথাও কেউ নেই !
কথার জাদুকর নেই
হিমু নেই , মিসির আলী নেই !
হুমায়ূন আহমেদ নেই
আগুনের পরশমণি নেই !
শ্রাবণ মেঘের দিন নেই
আমার কাছে জল নেই !
হুমায়ূন আহমেদ নেই
শঙ্খনীল কারাগার নেই !
নয় নম্বর বিপদ সংকেত নেই
নন্দিত নরকে বসবাস নেই !
হুমায়ূন আহমেদ নেই
ঈদের বিশেষ নাটকের অপেক্ষা নেই !
বাংলা সাহিত্যের রাজপুত্র নেই
টিভি নাটকে রসের ভাণ্ডার নেই !
হুমায়ূন আহমেদ নেই
সহজ কথা সহজে বলার লেখক নেই !
হুমায়ুন আহমেদের দেয়াল তুলি
গৃহত্যাগী জোছনার নুহাশপল্লী !
হুমায়ূন আহমেদ নেই
পাঁচ বছর হলো চলে গেছেন !
সে কেবলই সংখ্যার হিসাব
মনের হিসাবে মনেই আছেন !
মধ্যবিত্ত বাঙালির হাসি – ঠাট্টার সঙ্গী হয়ে ;
উচ্চবিত্তের আভিজাত্যের পথপ্রদর্শক হয়ে ;
নিম্নবর্গের সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি হয়ে ;
হুমায়ূন আহমেদ মনের হিসাবে মনেই আছেন !