কোন সংলাপ হবেনা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

tofayelযারা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি তৎপরতায় জড়িত তাদের সঙ্গে কখনো কোনো সংলাপ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘ ও ইইউ সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন, সরকার নিয়ে নয়। শুধু বিদেশীরা নয়, আমিও উদ্বিগ্ন, দেশের সাধারণ মানুষের মত শিশুরাও উদ্বিগ্ন। তাই সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হবে না।

তোফায়েল আহমেদ বলেন, “সন্ত্রাসীদের সঙ্গে কেউ আপস করেনি। আপস করলে বুশ লাদেনের সঙ্গে সংলাপ করত, আমেরিকা আইএসের সঙ্গে। আমি মনে করি, খালেদা জিয়ার এ আন্দোলনের মধ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। পাকিস্তান এ আন্দোলনে পুরোপুরি সহায়তা দিচ্ছে। কারণ তারা একাত্তরের পরাজয়ের বদলা নিতে চায়।”

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির আগেও বিএনপি জামায়াত একই কাজ করেছিল। আজকে যারা সংলাপের কথা বলেন। সেদিন শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছিলেন সংলাপে বসার জন্য। খালেদা জিয়া আল্টিমেটাম দিয়ে শুধু সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

তিনি বলেন, আজকে যারা সংলাপের কথা বলেন। তখন তারা কোথায় ছিলেন। তখন তো বলেননি খালেদা জিয়াকে সংলাপে বসার জন্য। এখন নাশকতা, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতায় জড়িতদের সঙ্গে আমাদের কোনো সংলাপ হবে না।

গত ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে না দেয়া সঠিক সিদ্ধান্ত ছিল—এমন মন্তব্য করে আওযামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “এখন তিনি (খালেদা)যেমন গুলশান কার্যালয়ে অবস্থান করছেন, ঠিক সে কাজটি করতে চেয়েছিলেন নয়াপল্টনে।”

খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের বিপক্ষে তিনি এ আন্দোলন ঘোষণা করেছেন। কিন্তু তিনি সেটা পারবেন না।

প্রতিক্ষণ /এডি/মারুফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G