কোবানি থেকে আইএস জঙ্গিরা বিতাড়িত

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :

কোবানিসিরিয়ার সীমান্ত শহর কোবানি থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের হটিয়ে দিয়েছে কুর্দি যোদ্ধারা।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সংগঠনটি জানায়,চার মাসের লড়াইয়ের পর কুর্দিদের দখলে চলে গেছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শহরটি।

সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন,কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটের যোদ্ধারা আইএসের জঙ্গিদের কোবানি থেকে বের করে দিয়ে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

কুর্দিরা আইএসের জঙ্গিদের কোবানির পূর্বাঞ্চলের দিকে ঠেলে দিয়েছে। তবে নতুন করে আর সংঘাতে কোনো খবর পাওয়া যায়নি।

আইন আল-আরব নামে পরিচিত কোবানি হাতছাড়া হয়ে যাওয়াকে আইএসের বিরুদ্ধে একটি বড় অর্জন বলে মনে করা হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে কোবানি দখল করতে এক হাজারের বেশি আইএস জঙ্গি নিহত হয়েছিল। এর পর থেকে তুরস্ক সীমান্তের কাছের এই শহরটি আইএসের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা বিমান হামলায় আইএসের জঙ্গিরা পিছু হটতে শুরু করে।

বিমান হামলার সঙ্গে কুর্দি যোদ্ধাদের আক্রমণে আরও কোণঠাসা হয়ে পড়ে আইএস। আইএস জঙ্গিরা গত বছরের জুন মাসে ইরাক ও সিরিয়ার বিভিন্ন এলাকা দখল করে খিলাফত রাষ্ট্র গঠনের ঘোষণা দেয়।

তবে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় সংগঠনটির অগ্রযাত্রা ঠেকানো গেছে এবং তাদের কাছ থেকে প্রায় ৭০০ বর্গকিলোমিটার জায়গা পুনরুদ্ধার করা হয়েছে বলে সম্প্রতি দাবি করে যুক্তরাষ্ট্র।

কুর্দি কর্মকর্তারা বলছেন প্রায় চার মাস লড়াইয়ের পর তারা ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চলের কোবানি শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হলেন। শহরটির রাস্তায় কুর্দি সেনারা উল্লাস করছে ও পতাকা উড়ানোর খবর পাওয়া গেছে।

বিশ্লেষকরা বলছেন কোবানির লড়াইটি প্রতীকী ভাবে গুরুত্বপূর্ণ। আইএস যদি শহরটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে সেটি হবে তাদের জন্য অনেক বড় আঘাত। এদিকে ইসলামি স্টেট জঙ্গিরা বলছেন তারা পাকিস্তান ও আফগানিস্তানে তারা দুটি নতুন শাখা খুলেছে।

ওই অঞ্চলের জিহাদি নেতারা আইএসের প্রতি আনুগত্য ঘোষণার দু’সপ্তাহ পর এ ঘোষণা আসলো। বিশ্লেষকরা বলছে আইএসের এ ঘোষণা তালেবান ও আল-কায়েদার জন্য চ্যালেঞ্জ হতে পারে।

প্রতিক্ষণ/এডি/সুমি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G