কোরআন তেলাওয়াত শুনতে দর্শকের ঢল

প্রকাশঃ জুন ২৮, ২০১৬ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2016_06_28_19_36_36_iu9CuFAu4hFl3PwF5QXyiRv6LMdSCx_original

সচরাচর ক্রিকেট কিংবা ফুটবলে স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ মানুষ দেখেছেন অহরহই। কিন্তু এই দৃশ্য দেখে হয়তো অনেকেই নতুন কেনো খেলার আসর অথবা কোনো খ্যাতনামা ব্যান্ডের পরিবেশনার কনসার্ট ভেবে ভুল করে ফেলবেন। কিন্তু তা নয়, এটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দেখতে আসা উৎসুক মানুষের ঢল। এভাবে স্টেডিয়াম ভর্তি মানুষ হয়তো বা কখনোই দেখেন নাই।

2016_06_28_19_36_34_gIk7OUasa5Bh6PARPjYGadNOybfIP6_original

ঠিক এমনই ঘটনা ঘটেছে আফ্রিকান রাষ্ট্রের তানজানিয়ায় একটি স্টেডিয়ামে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনতে এভাবেই লোক জড়ো হয়েছিল।

2016_06_28_19_35_01_klaRyJE58l5Vqk9t92nXw880nBx4db_original

রমজানের ১৩ দিন আগ থেকেই তানজানিয়ার রাজধানী দারুস সালামের একটি স্টোডিয়ামে কোরআন প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত ও মুখস্তকরণ (হিফজ) এই দুই বিভাগে অসংখ্য লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G