কোরআন তেলাওয়াত শুনতে দর্শকের ঢল
প্রতিক্ষণ ডেস্কঃ
সচরাচর ক্রিকেট কিংবা ফুটবলে স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ মানুষ দেখেছেন অহরহই। কিন্তু এই দৃশ্য দেখে হয়তো অনেকেই নতুন কেনো খেলার আসর অথবা কোনো খ্যাতনামা ব্যান্ডের পরিবেশনার কনসার্ট ভেবে ভুল করে ফেলবেন। কিন্তু তা নয়, এটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দেখতে আসা উৎসুক মানুষের ঢল। এভাবে স্টেডিয়াম ভর্তি মানুষ হয়তো বা কখনোই দেখেন নাই।
ঠিক এমনই ঘটনা ঘটেছে আফ্রিকান রাষ্ট্রের তানজানিয়ায় একটি স্টেডিয়ামে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনতে এভাবেই লোক জড়ো হয়েছিল।
রমজানের ১৩ দিন আগ থেকেই তানজানিয়ার রাজধানী দারুস সালামের একটি স্টোডিয়ামে কোরআন প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত ও মুখস্তকরণ (হিফজ) এই দুই বিভাগে অসংখ্য লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিক্ষণ/এডি/আরএম