কোলের চিঠির জবাব দিলেন গুগল সিইও
‘প্রিয় গুগল প্রধান, আমার নাম কোলে এবং আমি বড় হয়ে গুগলের কাজ করতে চাই। আমি একটি চকলেট ফ্যাক্টরিতেও কাজ করতে চাই। অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায়ও অংশ নিতে চাই।’’ এভাবে গুগল সিইও’র কাছে নিজের ইচ্ছার কথা জানালেন যুক্তরাজ্যের সাত বছর বয়সী ক্লোয়ী।
এই ছোট্ট মেয়েটির হাতে লেখা চিঠিকে প্রভাবশালী গুগল সিইও আমলে নিয়ে গুরুত্বের সাথে তার প্রত্তুত্তরও দিলেন গুগল সিইও সন্দর পিচাই। তিনি ছোট্ট ক্লোয়ীকে লিখেছেন, ‘প্রিয় ক্লোয়ী, তোমার চিঠির জন্য অনেক ধন্যবাদ। শুনে আনন্দিত হলাম তুমি কম্পিউটার ও রোবট পছন্দ কর এবং আশা করবো তুমি প্রযুক্তি বিষয়ে তোমার শিক্ষার্জন চালিয়ে যাবে। স্কুল শেষ করে গুগলে তোমার চাকরির আবেদন গ্রহণ করার জন্য আমিও অপেক্ষায় আছি।’
কোলে ভাবতেই পারেনি গুগল সিইও পিচাই তার চিঠির জবাব দেবেন। চিঠিতে কোলেকে অনুপ্রাণিত করেই গুগলে কাজ করার ইচ্ছাকে আমন্ত্রণ জানিয়েছেন। কঠোর চেষ্টা করে যাওয়া এবং নিজের স্বপ্নের পেছনে লেগে থাকার উপদেশও দিয়েছেন। এছাড়া পড়াশুনা শেষ করে আনুষ্ঠানিকভাবে গুগলে আবেদনের জন্যও কোলেকে বলেছেন পিচাই।
কোলের চিঠিটি ছিল হাতে লেখা। ঐ চিঠি লিখতে তাকে উৎসাহিত করেছেন কোলের বাবা। গুগলে কাজ করার ব্যাপারেও বাবা অ্যান্ডি ব্রিজওয়াটারের কাছ থেকেই ধারণা পেয়েছে কোলে। তিনি মেয়েকে বলেছেন, ‘কাজের জন্য গুগল হচ্ছে একটি আদর্শ প্রতিষ্ঠান।’
প্রতিক্ষণ/এডি/শাআ