ক্ষমতাসীনদের বিদায়ের লক্ষণ ক্রসফায়ার

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hannan shaবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেছেন, ক্রসফায়ারের মাধ্যমে সরকার নিজ দলের নেতাকর্মীসহ যেভাবে মানুষ হত্যা করছে, তাতে তাদের বিদায়ের লক্ষণ শুরু হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, ক্রসফায়ারের মাধ্যেম সরকার নিজ দলের নেতাকর্মীদের যেভাবে হত্যা করছে তা দেখে মনে হচ্ছে ক্ষমতাসীনদের বিদায়ের লক্ষণ শুরু হয়েছে। পাকিস্থানে যেমন ভূট্টোর ফাঁসি হয়েছে। বর্তমান ক্ষমতাশীনদেরও তেমনই অবস্থা হবে বলেও আশঙ্কা করেন বিএনপির এই নেতা।

স্বেচ্ছাসেবক দলের নেতকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির আগামী দিনের আন্দোলনে আপনারাই রক্ষাকবচ। তাই ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে স্বেচ্ছাসেবক বৃদ্ধি করতে হবে। বন্দুকের জোর সরকার বেশিদিন টিকতে পারবে না। গণ মানুষের আন্দোলনের মুখে এই সরকারের পতন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হান্নান শাহ বলেন, আওয়ামী লীগের কোন শোক দিবস নেই। তারা প্রতিবারই চাঁদাবাজি করে শোক দিবস পালন করতো। তবে এবার শোকদিবস পালনের আগে চাঁদাবাজি না করতে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G