ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

পূর্ব ইয়েমানের প্রদেশ মারিব সীমান্তে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সৌদি সশস্ত্র বাহিনীর চার কর্মকর্তাসহ ৯ সেনা নিহত হয়েছে।

হুথি বিদ্রোহীদের দাবি, দেশটির উত্তরপূর্বাঞ্চলে সৌদি ব্ল্যাক হক হেলিকপ্টারকে ধংস করা হয়েছে৷

চপার ধংসের সত্যতা স্বীকার করে নিয়েছে সৌদি সরকার৷

তবে সৌদির পাল্টা দাবি, সংযুক্ত আরব আমিরাতের বিমান ধংসকারী ক্ষেপণাস্ত্র ভুল করে সৌদি চপারে আঘাত করলে ১৩ সেনা নিহত হয়৷

কাদের হামলায় ধংস হল সৌদি ব্ল্যাক হক সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷

একই দিন সৌদি আরবের নাজরান সীমান্তে হুতি বিদ্রোহীদের অপর এক হামলায় পাঁচ সৌদি নাগরিক আহত হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু ও একজন নারী রয়েছেন বলে নাজরান অঞ্চলের সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের মূখপাত্র আব্দুল্লাহ আল ফরির স্বীকার করেছেন।

দুই বছরের বেশি সময় ধরে ইয়েমেনে তীব্র রাজনৈতিক সংকট চলছে৷ দেশটির নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী৷ মনসুর হাদিকে সমর্থন করছে সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট ও মার্কিন যুক্তরাষ্ট্র৷

প্রাথমিকভাবে দেশ ছাড়তে হলেও পরে সৌদি জোট সেনার সমর্থনে এডেন শহরে ঘাঁটি গেড়েছেন মনসুর হাদি৷ সেখান থেকেই চলছে রাজধানী সানা উদ্ধারের পরিকল্পনা৷ পাল্টা হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরাও৷

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G