খাদ্যে বিষক্রিয়ায় ৩ শিশুর মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Mymensingh_map_496705404ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাদামিয়া গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে সাত জন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুরা হলো- শাপলা(১২) রুবেলা (০৯) ও নাজমা (১৮)।

জানা গেছে সকালে ত্রিশাল পোড়াবাড়ি এলাকর একটি মুদি দোকান থেকে আটা কিনে ঘরেই রুটি বানিয়ে নাস্তা করেন তারা। এর কিছুক্ষণ পর তারা প্রথমে পেটে ব্যথা অনুভব করেন। পরে তাদের বমি হয়। অবস্থা গুরুতর হলে ওই তিন শিশুসহ বাড়ি সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রফেরস হানিফ মোহাম্মদ জানান, সকালে হাসপাতালে একই পরিবারের তিন শিশুসহ কয়েকজন রোগী ভর্তি হন। তাদের দ্রুত চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে সকাল ১০টার দিকে তিন শিশুর মৃত্যু হয়। এদের খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/নূর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G