খানসামায় জেএসসিতে ৬০ জন বৃত্তি পেয়েছে

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ অপরাহ্ণ

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি:

ফাইল ছবি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে দিনাজপুরের খানসামা উপজেলায় ৫২ টি মাধ্যমিক ও চারটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধায় ২০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪০ জন।

উপজেলায় নিউ পাকের হাট উচ্চ বিদ্যালয় ৯ জন, সরহদ্দ উচ্চ বিদ্যালয় ২ জন, আলোকঝারি উচ্চ বিদ্যালয় ২ জন, খানসামা পাইলট গালর্স স্কুল ২ জন, কাচিনীয়া স্কুল এন্ড কলেজ, কুমুড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়, ছাতিয়ানগড় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুহশুহ এম এল উচ্চ বিদ্যালয় ও চড়কডাঙ্গা উচ্চ বিদ্যালয় ১ জন করে মেধা বৃত্তি পায়।

অন্যদিকে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ে ১১ জন, খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩ জন, খানসামা পাইলট গালর্স উচ্চ বিদ্যালয়ে ৫ জন, সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে ২ জন, নলবাড়ি হাই স্কুল ২ জন, দুহশুহ এম এল উচ্চ বিদ্যালয়ে ৩ জন, কাচিনীয়া স্কুল এন্ড কলেজ ২ জন, আলোকঝারি উচ্চ বিদ্যালয়ে ৪ জন, গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন, দুহশুহ এম এল উচ্চ বিদ্যালয়, আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয়ে ও কুমড়িয়া বি এল উচ্চ বিদ্যালয় ১ জন করে সাধারণ বৃত্তি পায়।

খানসামা উপজেলায় নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় মোট ২০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে ১ম স্থান অর্জন করে।

উল্লেখ্য: গত মঙ্গলবার সারাদেশে জেএসসি পরীক্ষার বৃত্তি ফলাফল প্রকাশিত হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G