খাবার নিয়ে খালেদার কার্যালয়ে সিএনজি চালক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ruti kolaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শুকনো খাবার নিয়ে এলেন মো. নুরুজ্জামান নামের এক সিএনজি চালক।

মঙ্গলবার  দুপুর ২ টা ৪৫ মিনিটে ওই যুবক বিএনপি চেয়ারপারসনের জন্য ৪টি রুটি, ৪ হালি কলা, ২ বোতল মাম ব্রান্ডের পানি ও কিছু চিড়া-গুড় নিয়ে কার্যালয়ের সামনে আসেন তিনি। তবে খাবার ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

এই যুবকের নাম মো. নুরুজ্জামান জানান, তার গ্রামের বাড়ি শরিয়তপুরে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ থাকেন।

তিনি নিজ উদ্যোগে শুধু খালেদা জিয়ার জন্য এসব খাবার নিয়ে এসেছেন বলে জানাগেছে।

কার্যালয়ের সামনে দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান, ‘ওপরের নিদের্শে খাবার ঢুকতে দেওয়া হয়নি।’

এর আগে বিএনপি প্রধানের জন্য খাবার নিয়ে কার্যালয়ের সামনে এলে আটক হন জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন। অবশ্য পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দু’দিন আগে নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই ৩ জানুয়ারি রাত থেকে এখনও কার্যালয়েই অবস্থান করছেন তিনি।

এ অবস্থায় প্রতিদিনই তার ভাইয়ের বাসা থেকে তার জন্য খাবার আসে। আর কার্যালয়ে অবস্থানরত নেতা-কর্মী ও কর্মকর্তা-কর্মচারিদের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসা হতো। কিন্তু গত বুধবার রাত থেকে খাবার প্রবেশে বাধা দিচ্ছেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ মঙ্গলবার দুপুরেও বাইরে থেকে আনা খাবার ফিরিয়ে দেওয়া হয়।

প্রতিক্ষণ /এডি/হানিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G