খালি শিল্প প্লট যথাযথভাবে ব্যবহারের নির্দেশনা

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ৫:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

প্লটজেলা প্রশাসকরা দেশের বিভিন্ন জেলায় বিদ্যমান খালি শিল্প প্লট যথাযথভাবে বরাদ্দের বিষয়ে সরকারের নির্দেশনা চেয়েছেন।
তিন দিনব্যাপী চলমান ‘জেলা প্রশাসক সম্মেলন ২০১৫’-এর দ্বিতীয় দিনে বুধবার শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জেলা প্রশাসকরা এ নির্দেশনা চান।

বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, ‘বৈঠকে জেলা প্রশাসকরা দেশের বিভিন্ন জেলায় বিদ্যমান খালি শিল্প প্লট যথাযথ বরাদ্দের বিষয়ে আমার নির্দেশনা চেয়েছেন। যেমন- মৌলভীবাজারে একটি মৎস প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলার কথা বলা হয়েছে। এ ছাড়া কোন জেলার, কোথায়, কী ধরনের শিল্প কারখানা গড়ে তোলা উচিত সে বিষয়েও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসকদের বক্তব্যের জবাবে আমি বলেছি যে, খালি শিল্প প্লটের বিষয়টি সরকারের নজরে রয়েছে। এগুলো বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিক্ষণ/ডেস্ক/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G