খালেদা জিয়ার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৯ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৭ অপরাহ্ণ

khaledaআদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ২৯ জানুয়ারি।

বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ধার্য করেন।

এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদা জিয়ার সময়ের আবেদন নাকোচ করে তার অনুপস্থিতিতেই সাক্ষ্যগ্রহণ শুরু করায়বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন তার আইনজীবীরা।
বিএনপির টানা অবরোধ ও হরতালের মধ্যে আজ দুই মামলায় খালদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধতার’ ও নিরাপত্তার কারণ দেখিয়ে খালেদা জিয়া আদালতে অনুপস্থিতির জন্য আবেদন জানান। এছাড়া সাক্ষ্যগ্রহণ মুলতবির জন্যও আবেদন করা হয়।
এর মধ্যে সময়ের আবেদন নামঞ্জুর করে বিচারিক কার্যক্রম শুরু করে আদালত। এই নিয়ে আদালতে আইনজীবীদের মধ্যে হৈ চৈ শুরু হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর আবারো সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এসময় খালেদা জিয়ার আইনজীবীরা বিচারকের প্রতি অনাস্থা ঘোষণা করেন।
জিয়া অরফানেজ  ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৭ জানুয়ারি এই আদালতে খালেদার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
প্রতিক্ষন/এডি/মামুন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G