খালেদা ও গয়েশ্বরের বিরুদ্ধে মানহানি মামলা

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৬ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaমুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুর অবদান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হকের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এই মামলাটি দায়ের করেছেন।

মামলায় বাদী হয়ে তিনি অভিযোগ হিসেবে উল্লেখ করেন, গত ২১ ডিসেম্বর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়া বলেন, আজ বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।

বঙ্গবন্ধু সম্পর্কে খালেদা বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।

এছাড়া শহীদদের সম্পর্কে গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের বিরুদ্ধেও অভিযোগ উল্লেখ করা হয় মামলায়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G