খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়ে ৩ মার্চ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ১২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Khaleda_Goyeshorবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ০৩ মার্চ পুনর্নির্ধারণ করেছেন আদালত।

রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নূরু মিয়ার আদালত প্রতিবেদন দাখিলের দিন পুনর্নির্ধারণ করেন।

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় গত ০৫ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। সেদিন অভিযোগ তদন্ত করে ০৭ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দিতে শাহবাগ থানাকে আদেশ দিয়েছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত। রবিবার কোনো তদন্ত প্রতিবেদন না আসায় দিন পিছিয়ে আগামী ০৩ মার্চ পুনর্নির্ধারণ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নূরু মিয়ার আদালত।

গত ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।’

এরপর ২৫ ডিসেম্বর খালেদার ঐ বক্তব্যে সমর্থন জানিয়ে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা জরিপ করে দেখতে বলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। একাত্তরে শহীদ বুদ্ধিজীবীরা ‘নির্বোধের মতো মরেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

তাদের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এক আইনজীবী উকিল নোটিশ পাঠিয়ে বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন এবং খালেদার নামে আদালতে দুটি মামলাও করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G