খালেদা জিয়া-অমিত শাহ’র ফোনালাপ শতভাগ সঠিক: প্রেস সচিব

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৬:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ পূর্বাহ্ণ

mostafa_64526 ঢাকা, ১০ জানুয়ারি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান অমিত শাহ’র ফোনালাপ শতভাগ সঠিক বলে আবারো দাবি করেছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। সেই সঙ্গে তিনি বিভ্রান্তি ছাড়ানোর জন্য কিছু গণমাধ্যমকেও দুষলেন তিনি।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

মারুফ কামাল খান বলেন, সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে বিজেপি প্রধান অমিত শাহ’র ফোনালাপ নিয়ে বিভ্রান্তি পিছু ছাড়ছে না। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রচারণা অব্যাহত রয়েছে।

নিজের সাংবাদিকতা জীবনের নৈতিকতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রেস সচিব বলেন, রাজনীতি বা কূটনীতির ঊর্ধে উঠে দৃঢ়তার সঙ্গে বলছি- অমিত শাহ’র ফোনালাপ তথ্য শতভাগ সঠিক।

তিনি বলেন, যেসব গণমাধ্যম আমার তথ্যকে ভুল প্রমাণের চেষ্টায় লিপ্ত তাদের সততা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না। বরং বর্তমান নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকা বিজেপি প্রধান আদৌ কোনো টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন কিনা- সেটা নিয়েও প্রশ্ন তুলছি না।

তিনি অভিযোগ করে বলেন, অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।

একটি সহজ বিষয়কে জটিল করে না তোলার জন্য সবাইকে আহ্বান জানান প্রেস সচিব।

প্রসঙ্গত, রবিবারও দু’টি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ ফোনালাপকে অসত্য প্রমাণের চেষ্টা করে সংবাদ প্রচার করেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G