খালেদা জিয়ার কারণে বিএনপি দ্বিধাবিভক্ত
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণআন্দোলন কাকে বলে বোঝেন না। খালেদা জিয়ার কারণে বিএনপি এখন দ্বিধাবিভক্ত বলে মন্তব্য করলেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার সকালে চট্টগ্রাম-নাজিরহাট রুটে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়াকে সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার ভুলের কারণে বিএনপি এখন লাইফ সাপোর্টে। বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। আর এই দুই ভাগের একভাগ জামায়াতকে লালন করে। সেইভাগে আছেন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া। অন্য ভাগে আছেন বিএনপির মূল ধারার মুষ্টিমেয় নেতাকর্মীরা। তারা এখন বিএনপি থেকে দূরে সরে যাচ্ছেন।
অপরদিকে রেলমন্ত্রী জানান, চট্টগ্রাম-নাজিরহাট রুটে একসময় দৈনিক আটটি ট্রেন চলাচল করত। ২০০৬ সালে এ সংখ্যা কমিয়ে দুটিতে আনা হয়। আর এ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ডিসেম্বরে এ পথের রেললাইন সংস্কারে ২০৩ কোটি ৪৯ লাখ ৭১ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন হয়।
প্রতিক্ষণ/এডি/জুয়েল