খালেদা জিয়ার ছোট ছেলে কোকো আর নেই

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

kokoসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকো আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শনিবার দুপুর ১২ টার দিকে মালয়েশিয়ায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে  ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কোকো হৃদরোগে ভুগছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রতিক্ষণ ডটকমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ।

এদিকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন, মরহুমের লাশ দেশে আনা হবে কিনা বা কবে আনা হবে এবং কোথায় দাফন করা হবে সে ব্যাপারে পারিবারিক সিদ্ধান্তের পর জানানো হবে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

আরাফাত রহমান কোকো বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের মে মাসে আটক অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল তাকে। তারপর থেকে তিনি বিদেশেই অবস্থান করছিলেন। আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রত্না

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G