খালেদাকে গ্রেফতার ছাড়া উপায় নাই: মায়া

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mayaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে, এছাড়া সরকারের আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোট ও ছাত্রদল আহুত অবরোধ এবং হরতালের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি ।

মায়া বলেন, “খালেদা জিয়াকে গ্রেফতার ছাড়া কোনো উপায় নেই। অবিলম্বে খালেদাকে গ্রেফতার করতে হবে। শেষ পর্যায়ে চলে এসেছে। খালেদাকে গ্রেফতার জনগণের দাবি। হরতাল-অবরোধের নামে মানুষের রক্তে খালেদার পা থেকে মাথা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে।”

মায়া আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য উম্মাদ হয়ে গেছেন। তিনি ক্ষমতায় গিয়ে তার বিরুদ্ধে করা মামলাগুলি তুলে নিতে চায়। তাই তিনি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। তাকে আর বাইরে রাখা যায় না। তাকে আইনের সম্মুখীন হতেই হবে।

তিনি বলেন, “খালেদা বলেন উনি অবরুদ্ধ। কেমন অবরুদ্ধ? সোনারগাঁ থেকে খাবার নিয়ে খান। খাট-বালিশ নিয়ে ঘুমান, আবার ফাঁকা আওয়াজ দেন। এভাবে চলতে দেয়া যায় না। সাজা দিতে হবে।”

খালেদা জিয়াকে বোম মারার কারিগর আখ্যা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “খালেদা জিয়া নির্দেশ দেয় আর জামায়াতের কর্মীরা বোমা বানিয়ে সে বোমা মানুষের উপর মারে।”

খালেদা জিয়াকে হুকুমের আসামি করার দাবি জানিয়ে সরকারের মন্ত্রী বলেন, “দেশে কোনো মিছিল মিটিং নেই, এটা খালেদার লজ্জা হওয়া উচিত। হরতাল-অবরোধের নামে খালেদার নির্দেশে মানুষ হত্যা, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এর জন্য খালেদাকে হুকুমের আসামি করে বিচারের সম্মুখীন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এ সময় মায়া খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দ্রুত গ্রেফতার করে জেলে পাঠানোর জন্য আইন-শৃংখ্যলাবাহিনীর প্রতি জোর দাবি জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পাড়া-মহল্লায় পাহারা দিয়ে বোমাবাজদের ধরিয়ে দিয়ে পুরস্কার নিয়ে যান।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/বকুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G