খালেদাকে সন্ত্রাসের রানী বললেন মুহিত
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের রানী’ আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সন্ত্রাসের রানীর সঙ্গে কোনো আলোচনা হবে না। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে অর্থমন্ত্রীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া হরতাল ডাকেন, জনগণ হরতাল পালন করে না। তাই তিনি (খালেদা জিয়া) সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। সন্ত্রাসে নেতৃত্ব দিচ্ছেন। সন্ত্রাসের রানীর সঙ্গে কোনো আলোচনা হবে না।’
খালেদা জিয়া বাংলাদেশের ‘শত্রু’- একথা উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া গুলি করে, আগুন দিয়ে, চাকু দিয়ে মানুষ হত্যা করছেন। তাকে গুপ্তহত্যা, জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি নির্বাচনে আসলেন না। বেগম খালেদা জিয়ার নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগের প্রার্থীরা ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। খালেদা জিয়া এখন সেই নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ব করছেন। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই তাকে প্রতিরোধ করতে হবে।’
সুনামগঞ্জ পৌর শহরের পুরনো বাসস্টেশন এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল।
এতে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর মনিষ কান্তি দে মিন্টু।
সভার শুরুতে পৌর মেয়র আয়ুব বখত জগলুল পৌরসভার প্রতীকী চাবি অর্থমন্ত্রীর হাতে তুলে দেন। এর আগে শহরের হাসননগরে মুক্তিযোদ্ধা হোসেন চত্বরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
প্রতিক্ষণ/এডি/রানা